ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ফ্যাক্টচেক

ড. মুহাম্মদ ইউনূসের সাথে বেনিয়ামিন নেতানিয়াহুর সাক্ষাৎ ও করমর্দনের ছবিটি নিয়ে যা জানা গেল

প্রকাশিত: ১৮:০৩, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:৫৩, ৮ এপ্রিল ২০২৫

ড. মুহাম্মদ ইউনূসের সাথে বেনিয়ামিন নেতানিয়াহুর সাক্ষাৎ ও করমর্দনের ছবিটি নিয়ে যা জানা গেল

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে আজ সোমবার (৭ এপ্রিল) দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে।

এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের করমর্দনকারী একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, বাম পাশে ড. মুহাম্মদ ইউনূস এবং ডান পাশে বেনিয়ামিন নেতানিয়াহু দাঁড়িয়ে করমর্দন করছেন। এই ছবিটি সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট, পেজ এবং গ্রুপে প্রায় একভাবেই শেয়ার করা হয়েছে।

তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার ফেসবুকে ভাইরাল হওয়া এই ছবিটির আসল তথ্য খুঁজে বের করেছে। রিউমর স্ক্যানার বলছে, ছবিটি মূলত দুইটি আলাদা ছবিকে জোড়া দিয়ে এবং পারিপার্শ্বিক বিভিন্ন উপাদান সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস এবং বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনকারী ছবিটিকে নিয়ে অনুসন্ধানে জানা যায়, এটি মূলত ২০২৩ সালের ১৮ মে প্রকাশিত একটি প্রতিবেদনের ছবি। মূল ছবিটিতে ড. মুহাম্মদ ইউনূস পর্তুগালের পোর্তো নগরীতে দেশটির প্রেসিডেন্ট প্রফেসর মারসেলো রেবেলো ডি সুজার সঙ্গে করমর্দন করছেন।

ছবি: রিউমর স্ক্যানার

ছবি: রিউমর স্ক্যানার

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটি সম্পূর্ণ সম্পাদিত। পর্তুগালের প্রেসিডেন্টের মুখমণ্ডল পরিবর্তন করে সেখানে নেতানিয়াহুর মুখ বসিয়ে দেওয়া হয়েছে। তাই বলা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বেনিয়ামিন নেতানিয়াহুর সাক্ষাতের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং তাদের করমর্দনের ছবিটিও সম্পাদিত ও বানোয়াট।

 

সূত্র: রিউমর স্ক্যানার

রাকিব

×