ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

বেবিচকের প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাকারিয়া হোসেন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:৩৩, ৭ এপ্রিল ২০২৫

বেবিচকের প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাকারিয়া হোসেন

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী হিসেবে মো. জাকারিয়া হোসেনকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) বেবিচকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করে বলেন, বোর্ড সভার সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২২ মার্চ আলোচিত প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান অবসরকালীন ছুটিতে যাওয়ায় গুরুত্বপূর্ণ পদটি শূন্য ছিল। হাবিবুর রহমানসহ ১৯ জনের বিরুদ্ধে ৮১২ কোটি টাকা লোপাটের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছিল।

এরপরও একটি সিন্ডিকেট তাকে (হাবিবুর রহমান) আবারও প্রধান প্রকৌশলী পদে আরও ১ বছর বহাল রাখার জন্য নানাভাবে চেষ্টা চালায়। এ বিষয়টি নিয়ে বেবিচকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষও দেখা গিয়েছিল।

রাকিব

আরো পড়ুন  

×