ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ফটিকছড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ১৭:২৩, ৭ এপ্রিল ২০২৫

ফটিকছড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দোকানে কিছু কিনতে গেলে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন জামাল। পরে ভুক্তভোগী ছাত্রী ঘটনাটি তার পরিবারকে জানালে বিষয়টি সম্পর্কে স্থানীয়দের অবগত করা হয়।

তারা আরো জানায়, শনিবার রাতে এক সামাজিক বৈঠকে সমঝোতার চেষ্টা করে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রবিবার ভুক্তভোগীর মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেন।

রাকিব

আরো পড়ুন  

×