ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ফরিদপুরে সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে ‌বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১৭:০৬, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:১১, ৭ এপ্রিল ২০২৫

ফরিদপুরে সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে ‌বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ‌। আজ সোমবার দুপুরে স্বাধীনতাকামী মজলুম ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক ‌ বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে উক্ত কর্মসূচি পালিত হয়। শহরের মডেল মসজিদ থেকে ‌ অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের ‌ সামনে এসে ‌ শেষ হলে সেখানে প্রতিবাদ সভা ও দোয়া ‌ অনুষ্ঠিত হয় ।

ইমাম কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মনসুর আহমেদ এর সভাপতিত্বে ‌ এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ‌ বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি ‌ মোস্তফা কামাল, আইম্মা পরিষদের সভাপতি ‌ মাওলানা শামসুল হক, খেলাফত মজলিসের সভাপতি ‌ আমজাদ হোসেন, কোরআন শিক্ষা বোর্ডের ফরিদপুর জেলা শাখার ‌সভাপতি ‌ খন্দকার ওহিদুজ্জামান, মডেল মসজিদের‌ পেশ ইমাম ‌মাওলানা তবিবুর রহমান প্রমূখ।

সভায় বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা ‌ জ্ঞাপন করেন।
বক্তারা বলেন, ইসরাইলি বাহিনী ‌ ফিলিস্তিনিদের উপর ‌ হামলা করা হচ্ছে। নিরীহ ‌ সাধারণ মানুষকে হত্যা করা ‌ হচ্ছে‌।মা বোনের উপর ‌অত্যাচার করা হচ্ছে ‌। অথচ জাতিসংঘ ওই ব্যাপারে কোন কার্যকর ভূমিকা নিচ্ছে না।
 

বক্তারা মুসলমানদের ‌ সমস্ত মত বিরোধ ভুলে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি ‌ ওআইসি ‌আরব লীগ ‌কে‌ এ ব্যাপারে ‌ ‌ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার আহবান জানান। একই সাথে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতা ইয়াহুকে ‌ অবিলম্বে ‌ গণহত্যার দায়ে বিচার করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ‌আমেরিকার মদদে ‌ ইসরাইল দিনের পর দিন ‌ যেভাবে ফিলিস্তিনি জনগণের উপর অত্যাচার করছেন ‌ মেনে নেওয়া যায় না ‌ তারা ঈদের দিনেও সাধারণ ফিলিস্তিনিদের উপর‌ ইসরাইলের ‌ হত্যাকান্ড নিন্দা জানান ‌। একই সাথে বাংলাদেশে ‌ সমস্ত ইসরাইলি পণ্য বর্জনের দাবি করা হয়। ফিলিস্তিনি জনগণকে ‌ সাহায্যের জন্য তহবিল গঠনের জন্য ‌ অন্তর্বর্তীকালীন সরকারের ‌ নিকট দাবী জানান তারা। ‌পরে মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

মেহেদী হাসান

আরো পড়ুন  

×