ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

পহেলা বৈশাখে পান্তা-ইলিশ বাংলাদেশের সংস্কৃতির অংশ নয়: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশিত: ১৫:৩৭, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৩৮, ৭ এপ্রিল ২০২৫

পহেলা বৈশাখে পান্তা-ইলিশ বাংলাদেশের সংস্কৃতির অংশ নয়: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার ব্যাপারে সতর্কতা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি সোমবার (৭ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে বলেন, পান্তা-ইলিশ বাংলাদেশের সংস্কৃতির অংশ নয় এবং এ সময় ইলিশের পরিবর্তে জাটকা খাওয়া হচ্ছে, যা স্পষ্টতই আইনের লঙ্ঘন।

উপদেষ্টা ফরিদা আখতার আরও জানান, পহেলা বৈশাখে ইলিশ খাওয়া ঢাকায় শুরু হয়েছে, তবে সারা দেশে এমনটি দেখা যায় না। তিনি পহেলা বৈশাখের ঐতিহ্য হিসেবে শাক, পোড়া মরিচ ও ভর্তা খাওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন।

তিনি জানান, আগামীকাল ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ, যা ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। এই সপ্তাহে জাটকা সংরক্ষণে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। পাশাপাশি, আইনের বিরুদ্ধে গিয়ে কেউ জাটকা ধরলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা ফরিদা আখতার।

এ সময় তিনি আরও বলেন, ইলিশ মাছের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য প্রয়াস চালানো হচ্ছে।

কানন

×