
ছবি সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজ সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশজুড়ে পালিত হচ্ছে ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচি। রাজধানী থেকে শুরু করে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে ফিলিস্তিনের পতাকা নিয়ে প্রতিবাদে অংশ নিয়েছেন।
এবার জনগণকে রাজপথে নামার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সারজিস আলম লিখেন, “বাংলাদেশের জনগণ, নেমে আসুন, নেমে পড়ুন। মার্চ ফর গাজা, মার্চ ফর প্যালেস্টাইন।”
আশিক