ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

প্রকাশিত: ১৪:২৬, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:২৯, ৭ এপ্রিল ২০২৫

ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

গাজার নিরীহ জনগণের ওপর ইসরায়েলের লাগাতার হামলার প্রতিবাদে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে সাধারণ জনগণ, শিক্ষার্থী ও চিকিৎসকরা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা গায়েবানা জানাজা আদায় করেন এবং ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া দাবি করেন।

আজ (সোমবার) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ মিনার ও রাজু ভাস্কর্য এলাকায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পরিবেশ। দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে অংশ নেন। তাদের দাবি—রমজান মাসেও যেভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ।

ফিলিস্তিনের যুবকদের ডাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে 'গ্লোবাল স্ট্রাইক', যার অংশ হিসেবে বাংলাদেশেও এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। নানা সংগঠনের ব্যানারে সাধারণ মানুষ রাস্তায় নামেন, ব্যানার-ফেস্টুন হাতে দাবি জানান—ইসরায়েলি হামলা বন্ধ হোক, এবং জাতিসংঘ ও বিশ্বশক্তিগুলো যেন কার্যকর ভূমিকা নেয়।

আন্দোলনে অংশ নেওয়া একাধিক বাংলাদেশি চিকিৎসক জানান, রাষ্ট্রীয় অনুমতি পেলে তারা সরাসরি গাজায় গিয়ে আহত শিশু, নারী ও পুরুষদের চিকিৎসাসেবা দিতে প্রস্তুত।

বিক্ষোভকারীরা বলেন, "এই হত্যাযজ্ঞ থামাতে হলে সারা বিশ্বকে একযোগে সোচ্চার হতে হবে। আর জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে এখনই কঠোর অবস্থান নিতে হবে।"

মেহেদী হাসান

আরো পড়ুন  

×