ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

কালিয়াকৈরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

মোঃ ইমারত হোসেন, কালিয়াকৈর, গাজীপুর

প্রকাশিত: ১৩:১৬, ৭ এপ্রিল ২০২৫

কালিয়াকৈরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরের কাজীবাড়ী এলাকা থেকে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিয়াম (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত সিয়াম, দিনাজপুরের ফুলবাড়িয়া থানার মহেশপুর এলাকার নূর ইসলামের ছেলে। সে তার মায়ের সঙ্গে কালিয়াকৈর উপজেলার কাজীবাড়ি এলাকারপূর্ণিমার বাড়িতে বাসা ভাড়া নিয়ে স্থানীয় জামালপুর চার রাস্তায় তুরাগ এগ্রো কোম্পানীর বস্তা কারখানায় কাজ করেন। 

এলাকাবাসী, শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণ চেষ্টার শিকার ওই শিশু তার বাবা-মায়ের সঙ্গে কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দ আশ্রণ প্রকল্পের একটি ঘরে বসবাস করেন। তার মা জামালপুর চৌরাস্তা এলাকায় তুরাগ এগ্রো কোম্পানীর বস্তা কারখানায় কাজ করেন। রোববার সকালে সে তার মায়ের সঙ্গে ওই কারখানায় যায়। লাঞ্চ আওয়ারে কারখানায় লাঞ্চ শেষে মায়ের সাথে শিশুটি বিশ্রাম নিচ্ছিল। এসময় সিয়াম ওই শিশুকে কৌশলে পাশের একটি জৈব সার কারখানার গোডাউনের ভেতরে নিয়ে যায়। সেখানে নিয়ে জোরপূর্বক ওই কিশোর তাকে ধর্ষণের চেষ্টা করে। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে না পেয়ে খুঁজতে খুঁজতে পাশেই ওই গোডাউনে গিয়ে মা দেখেন তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে সিয়াম। এসময় তিনি সিয়ামকে জুতা দিয়ে এলোপাথাড়ি মারধর করে ডাক-চিৎকার করেন। শিশুর মায়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন সেখানে যাওয়ার আগেই ওই কিশোর পালিয়ে তার ভাড়া বাসায় আশ্রয় নেয়। পরে তাদের ভাড়া বাসায় গিয়ে ওই কিশোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোর সিয়ামকে আটক করে নিয়ে যায়। কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুল সেলিম জানান, "খবর পেয়ে কিশোর সিয়ামকে আটক করা হয়েছে এবং শিশুটিকে পরীক্ষা করার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

আবীর

×