
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। তারই ধারাবাহিকতায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
এক শিক্ষার্থী বলেন, "আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনের জন্য কিছুই করতে পারবো না। তবে আমরা চাই এই বর্বরতা, অন্যায় বন্ধ হোক।"
আরেক শিক্ষার্থী বলেন, "আমরা চাচ্ছি যে বর্তমানে ফিলিস্তিনে যে ধ্বংসকার্য ইসরায়েল চালাচ্ছে এর বন্ধ হওয়া চাই, এর স্থায়ী একটা সমাধান চাই। এর কোন শান্তি চুক্তি হতে পারে না। একমাত্র ইসরায়েলকে ধ্বংস করা হোক। এই জায়গায় আরব বিশ্ব ইরান, সৌদি আরব, জর্ডান, মিশর যারা আছে তাদের একদম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দাবি চাচ্ছি এবং আমরা জানি পাকিস্তান একটি পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ তারা, এই জায়গায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা চাচ্ছি যে এর বিরুদ্ধে ফিলিস্তিনের যে ধ্বংসকার্য আছে এর বিরুদ্ধে সকলের অংশগ্রহণ এবং বাংলাদেশে যারা সাধারণ নাগরিক আছে তারা সকলে এর বিরুদ্ধে রাস্তায় নামার দাবি জানাচ্ছি।"
আবীর