
ছবি সংগৃহীত
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশের রাজধানীতেও। ‘The World Stops for Gaza’ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকালে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টা থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে তিনটি আলাদা মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিটি মিছিল সায়েন্সল্যাব মোড় থেকে শুরু হয়ে বাটা সিগন্যাল পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
বিক্ষোভকারীরা হাতে নিয়ে আসেন প্ল্যাকার্ড ও ব্যানার। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল “Free Palestine”, “Stop Killing in Gaza”, “Silence is Betrayal”, এবং “Where is Humanity?”
বেসরকারি প্রতিষ্ঠান ‘স্টারটেক’-এর এক কর্মকর্তা বলেন, “The World Stops for Gaza কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েল যেভাবে নারী, শিশু ও নিরীহ মানুষদের ওপর বর্বরতা চালাচ্ছে—তা মানবতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।”
তিনি আরও বলেন, “বিশ্ব আজ চুপ। কোথায় গেল সেই মানবতা, নৈতিকতা—যার কথা সভ্যতা এতদিন বলে এসেছে?”
আশিক