ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইস্ট ওয়েস্ট ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ১১:৫৫, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:৫৬, ৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইস্ট ওয়েস্ট ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ সোমবার রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।

সকাল থেকেই শিক্ষার্থীরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকে।

উল্লেখ্য, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। তারই ধারাবাহিকতায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সারা দেশেই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।

আবীর

আরো পড়ুন  

×