ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা

প্রকাশিত: ১১:৩৯, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:৪২, ৭ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারাস্থ কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) পরিদর্শন করেছেন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এ অংশগ্রহণকারী বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল। সম্মেলনের প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে এই সফর আয়োজন করা হয়, যার মাধ্যমে কোরিয়ান ইপিজেডের বাস্তব চিত্র বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হয়েছে।  

প্রতিনিধিদলে চীন, কোরিয়া ও জাপানসহ ৪০টি দেশের ৬০জন বিনিয়োগকারী রয়েছেন। কর্তৃপক্ষ আশা করছেন, এই সফরের মাধ্যমে বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগের চুক্তি স্বাক্ষর করতে পারে।  

 

 

কোরিয়ান ইপিজেডের কার্যক্রম ১৯৯৫ সালে শুরু হয়। প্রাথমিকভাবে দুই দেশের সরকারের উদ্যোগে গঠিত হলেও পরবর্তীতে কোরিয়ান প্রতিষ্ঠান ইয়াংওয়ান গ্রুপ শিল্পাঞ্চলটি বেসরকারিভাবে গড়ে তোলে। এই ইপিজেডের ৫২ শতাংশ জমি বনায়ন ও পরিবেশের জন্য সংরক্ষিত, যা এটিকে একটি বড় পরিবেশবান্ধব শিল্পাঞ্চলে পরিণত করেছে।  

সকাল ৯টায় শুরু হওয়া এই পরিদর্শন কার্যক্রমে বিনিয়োগকারীরা ইপিজেডের চারটি কারখানা ঘুরে দেখেন। তারা সুতা থেকে নিট কাপড় তৈরির একটি কারখানা এবং একটি পলিয়েস্টার উৎপাদন ইউনিট পরিদর্শন করেন। এছাড়া, ইপিজেডের পরিবহন ব্যবস্থা, জ্বালানি সরবরাহ এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।  

 

 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই সফরের আয়োজন করে, যার মূল উদ্দেশ্য হলো বিনিয়োগকারীদের সরাসরি বাংলাদেশের শিল্প পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়া। বিনিয়োগকারীরা দ্রুত বাংলাদেশে কারখানা স্থাপন ও বিনিয়োগের জন্য প্রয়োজনীয় পরিবেশ ও সুযোগ-সুবিধা সরেজমিনে দেখার সুযোগ পেয়েছেন।  

পরিদর্শন শেষে একটি ব্রিফিং সেশনের মাধ্যমে বিনিয়োগকারীদের মতামত ও পর্যবেক্ষণ জানানো হবে। বিডা কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ধরনের সরাসরি পরিদর্শনের মাধ্যমে বিনিয়োগকারীরা বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগ পরিবেশ সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছেন, যা আগের সম্মেলনগুলোতে দেখা যায়নি।  

 

সূত্র:https://youtu.be/qbt7KlIlfzc?si=9KNMSKfCJBKnoxuc

আঁখি

×