ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

এসএসসি পরীক্ষা স্থগিতের খবর মিথ্যা, নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু

প্রকাশিত: ১০:২৭, ৭ এপ্রিল ২০২৫

এসএসসি পরীক্ষা স্থগিতের খবর মিথ্যা, নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু

ছবি: সংগৃহীত

২০২২ সালের সময় টিভির একটি ফটোকার্ডের মাধ্যমে দাবি করা হয়েছে যে, ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার বাংলাদেশ জানিয়েছে, এমন কোনো ঘোষণা শিক্ষা মন্ত্রণালয় থেকে আসেনি এবং এটি সম্পূর্ণ মিথ্যা খবর।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এসএসসি পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ীই শুরু হবে। পরীক্ষার্থীদের বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই এবং তাদের পরীক্ষার প্রস্তুতি অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

অতএব, শিক্ষার্থীরা সঠিক তথ্যের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল প্রকাশনা ও ওয়েবসাইট অনুসরণ করতে পারেন।

আবীর

×