
ছবি: সংগৃহীত
গাজায় বেপরোয়া ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। একই প্রতিবাদে কর্মসূচি পালন করবে দেশের বিভিন্ন রাজনৈতিক দলসহ অন্যান্যরা।
এরই মধ্যে 'দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা' কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
এছাড়া দেশব্যাপী বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। এদিকে একই দাবিতে চলমান কর্মসূচির সাথে সংহতি জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো।
সূত্র: https://www.youtube.com/watch?v=d5_r26vU4yg
আবীর