ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

‘বৈষম্যবিরোধী সরকার সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগে বৈষম্যমূলক আইন করেছে’

প্রকাশিত: ০৬:০৫, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ০৬:০৬, ৭ এপ্রিল ২০২৫

‘বৈষম্যবিরোধী সরকার সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগে বৈষম্যমূলক আইন করেছে’

ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী সরকার সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগে বৈষম্যমূলক আইন করেছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন দাবি ছিল বিচারক নিয়োগের নীতিমালা বা আইন প্রনয়ণ করা। আগে শুধু পরিচিত বা চিরকুটে এই নিয়োগগুলো হতো। এখন যেটা করেছে, প্রধান বিচারপতি তাকে আ্যসিস্ট করার জন্য একটি কমিটি গঠন করেছে। সেই কমিটিতে আমাদের অপিনিয়ন নিয়েছিল আইন উপদেষ্টা, তবে আমাদের অপিনিয়ন অনুযায়ী কিছু হয় নাই। 

তিনি আরো বলেন, একটা আইন হয়েছে যার জন্য ধন্যবাদ। তবে আইনটা বৈষম্যমূলক আইন হয়েছে। বৈষম্যবিরোধী সরকার সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগে বৈষম্যমূলক আইন করেছে। বিচারকদের প্রতিনিধিত্ব করার জন্য এখানে তাদের প্রতিনিধি আছে। আর সংখ্যাগরিষ্ঠ নিয়োগ (বিচারপতি) হয় আইনজীবী থেকে, সেখানে কোনো প্রতিনিধি নেই। এটি নিয়ে আইনজীবীদের মধ্যে অসন্তোষ রয়েছে।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/15RU8Mbq38/

রিফাত

আরো পড়ুন  

×