ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগ এখনও  নানা রকম গোলযোগ করার চেষ্টা করছে: ড. মাহবুব উল্লাহ

প্রকাশিত: ০৪:৩৯, ৭ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগ এখনও  নানা রকম গোলযোগ করার চেষ্টা করছে: ড. মাহবুব উল্লাহ

ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ এখনও  নানা রকম গোলযোগ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ। একটি বেসরকারি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পরিস্থিতির সহজ জবাব হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হতে হবে। আওয়ামী লীগ পরাস্ত হয়েছে, কিন্ত পিছু হটে নাই এখনো। তারা এখন নানা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে এবং শান্তি শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছে। নানান রকম বানোয়াট খবর প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, তাই আওয়ামী চরিত্র যে বদল হবে এটা আমরা ধারণা করতে পারি না৷ বদল যে হবে না তার বড় মাপের সাক্ষী হলো এত মানুষ, গুম, খুন, গণহত্যার পরেও তাদের ভিতরে কোন অনুশোচনা নেই। তাই আওয়ামী লীগের কোন সুবিবেচনা আশা করা উভিত না।

 

সূত্রঃ https://youtu.be/t3TRpIJYQ8M?si=vVnAWG10dJFytax9

রিফাত

আরো পড়ুন  

×