
ছবিঃ সংগৃহীত
১৬ বছরের জঞ্জাল কি ১৬ মাসে যাবে না বলে মন্তব্য করেছেন একজন পথচারী। তিনি বলেন, আমরা তো মানুষ আসলে। আমাদের চাওয়ার শেষ নাই। ইন জেনারেল যারা ফিল্ডের খবর জানে তারা বলতে পারবে আসলেই একটা পজিটিভ প্রভাব তৈরি করতে পেরেছে এই সরকার। বাজার সহ সার্বিক ব্যবস্থাপনা সুন্দর করে চলতেছে, কিছু জায়গায় সমস্যা আছে এখনো। তবে অনেক কম।
এখন আমরা যদি বলি কোন কিছু পরিবর্তন হয় নাই, আসলে ১৬ বছরের জঞ্জাল তো ১৬ মাসে যাবে না। একটা সার্ভে যদি করা হয় ১৮ কোটি মানুষের উপর, ১৭ কোটি ৯০ লক্ষ মানুষ বলবে এই সরকারকে সময় দেয়া উচিত।
রিফাত