ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনের পতাকায় ছেয়ে যাক পুরো বাংলাদেশ: আবু সাদিক কায়েম

প্রকাশিত: ০১:২৭, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:২৯, ৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের পতাকায় ছেয়ে যাক পুরো বাংলাদেশ: আবু সাদিক কায়েম

ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গোটা বাংলাদেশকে ফিলিস্তিনের পতাকায় ছেয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।

আজ (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন।

আবু সাদিক কায়েম তাঁর স্ট্যাটাসে লেখেন, "আমাদের মিছিলে, প্রতিটি বাড়িতে, প্রতিটি প্রতিষ্ঠানে উড়ুক ফিলিস্তিনের পতাকা। রাজপথে হোক ঐসব শহীদের গায়েবানা জানাজা, যারা জীবন দিয়েছে; কিন্তু মাথা নত করেনি।"

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে অসংখ্য নারী, শিশু ও নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আসছে।

ইমরান

×