
গুলশান জোনের ডিসি জনাব তারিক মাহমুদ ও তাঁর সহকর্মীদের প্রচেষ্টায় নিরাপত্তারক্ষী দীন মোহাম্মদকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় সম্পৃক্ত গাড়িটি; পরিত্যক্ত অবস্থায় বনানীর ৭ নম্বর রোডের এইচ ব্লক হতে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের।
রবিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে সায়ের একথা জানান।
সায়ের তার পোস্টে বলেন, গুলশান জোনের ডিসি জনাব তারিক মাহমুদ ও তাঁর সহকর্মীদের প্রচেষ্টায় নিরাপত্তারক্ষী দীন মোহাম্মদকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় সম্পৃক্ত গাড়িটি; পরিত্যক্ত অবস্থায় বনানীর ৭ নম্বর রোডের এইচ ব্লক হতে উদ্ধার করা হয়েছে।
গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়া মেহেদি মালেক সজীব'কে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, তাকে খুঁজে পাকড়াও করতে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে।।
ফুয়াদ