
ছবিঃ সংগৃহীত
জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল জিহাদ, আল জিহাদ, আল্লাহু আকবার—শ্লোগানে মুখরিত বাংলাদেশ যুব গণঅধিকার পরিষদের আয়োজনে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ মিছিল।
গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বিক্ষোভ মিছিলে বলেন, “৯৫ ভাগ এই মুসলমানের বাংলাদেশে ৯৫% মুসলমানের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদার্তভাবে আমরা আহ্বান জানাই, অনতিবিলম্বে আমাদের বাংলাদেশি পাসপোর্টে 'এক্সেপ্ট ইসরায়েল' লেখাটি প্রতিস্থাপন করতে হবে।"
তিনি আরও বলেন, "ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমাদের এই বাংলাদেশের পাসপোর্টে 'এক্সেপ্ট ইসরায়েল' এই লেখাটি পুনঃপ্রতিষ্ঠান না করেন, তাহলে আমরা বুঝবো তিনি উপরে উপরে বাংলাদেশের পক্ষে, মুসলমানদের পক্ষে, কিন্তু তলে তলে ইসরায়েলের সাথে তার কোন গোপন আদাত রয়েছে কিনা—এদেশের মানুষ প্রশ্ন করবে।"
তিনি বলেন, "বন্ধুগণ, আমরা আবারো বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি বাংলাদেশের এক মহামূল্যবান সম্পদ। আমরা আপনাকে হারাতে চাই না, আমরা আপনাকে ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই, যেকোনো মূল্যে আপনি সফল হন। আপনি সফল, বাংলাদেশ সফল। আপনি ব্যর্থ হলে, বাংলাদেশে একটি কালো অধ্যায় হয়ে থাকবে।"
ফারুক হাসান উদার্তভাবে বলেন, "আমরা বাংলাদেশের ৯৫ ভাগ মুসলমানের পক্ষ থেকে, আমি ফারুক হাসান, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আপনাকে উদার আহ্বান জানাবো—বিনীতভাবে আপনি বাংলাদেশের মুসলমান তথা এদেশের ১৮ কোটি মানুষের প্রাণের দাবি, হৃদয়ের দাবি আমাদের পাসপোর্টে 'এক্সেপ্ট ইসরায়েল' লেখাটি প্রতিস্থাপন করুন।”
ইমরান