ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন ৪০ দেশের বিনিয়োগকারী

প্রকাশিত: ২৩:৪৯, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:০৬, ৭ এপ্রিল ২০২৫

চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন ৪০ দেশের বিনিয়োগকারী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন-২০২৫’। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলসহ বিভিন্ন ভেন্যুতে আয়োজিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরবসহ বিশ্বের ৪০টি দেশের ৬০০-এর বেশি দেশি ও বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন।

রবিবার (৬ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি জানান, সম্মেলনের প্রথম দিন দুটি ভিন্ন ট্র্যাকে আয়োজন করা হয়েছে। প্রথম ট্র্যাকে ৬০ জনেরও বেশি বিদেশি বিনিয়োগকারী একটি বিশেষ ফ্লাইটে করে চট্টগ্রামে যাবেন। সেখানে তারা কোরিয়ান ইপিজেড ও মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করবেন এবং দিন শেষে রাজধানীতে ফিরে আসবেন।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, “এই বিনিয়োগকারীরা ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে কারখানা স্থাপন করতে। তাই তারা পরিদর্শনের মাধ্যমে সরাসরি বুঝতে চান কী ধরনের অবকাঠামো, সুযোগ-সুবিধা ও সহায়তা তারা পেতে পারেন।”

একই দিনে ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে `স্টার্টআপ কানেক্ট` নামে একটি দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে আরলি স্টেজ স্টার্টআপ এবং ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টরদের অংশগ্রহণে ম্যাচমেকিং, নেটওয়ার্কিং এবং প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। পুরো দিনজুড়ে স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নয়নে এই আয়োজন ফোকাস করবে।

৮ এপ্রিল, মঙ্গলবার বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত জাপানি ইকোনমিক জোন পরিদর্শনে যাবেন। তারা সেখানে চলমান শিল্প কার্যক্রম প্রত্যক্ষ করবেন এবং স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বিনিয়োগ সম্ভাবনা যাচাই করবেন। এ দিন বিশ্বব্যাংক ও আইএলও-এর সঙ্গে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) সম্পর্কিত বিষয়ে চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।

৯ এপ্রিল, বুধবার অনুষ্ঠিত হবে সম্মেলনের মূল উদ্বোধনী অনুষ্ঠান। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে এ আয়োজনে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন এবং কিছু শীর্ষ বিনিয়োগকারীকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও তাদের মতামত তুলে ধরবেন, যাতে বোঝা যায়—বাংলাদেশকে আরও কতটা বিনিয়োগবান্ধব করা যায়।

একই দিন বিকেলে ইয়ুথ এন্টারপ্রেনারশিপ মেলার আয়োজন করা হয়েছে, যেখানে উপদেষ্টা তরুণ উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। সম্মেলনের দ্বিতীয় ধাপে নবায়নযোগ্য জ্বালানি খাতে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হবে এবং কয়েকটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

চার দিনব্যাপী এই সম্মেলনের মূল লক্ষ্য বাংলাদেশকে একটি আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা।

এম.কে.

×