
ছবি: সংগৃহীত
রাজধানীর খিলগাঁও থানাধীন নন্দীপাড়া এলাকায় চায়ের দোকানে বিল দেওয়াকে কেন্দ্র করে মাইজউদ্দিনকে পিটিয়ে হত্যার আলোচিত প্রধান আসামি মনির (৩০)’ কে বরিশাল জেলার বাকেরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
রবিবার (৬ মার্চ) রাত সোয়া ১০টার দিকে র্যাব-৩ এর সহকারী পরিচালক এএসপি সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া এলাকায় চায়ের দোকানে বিল দেওয়াকে কেন্দ্র করে মাইজুদ্দিনকে পিটিয়ে হত্যার ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে তা ব্যাপকভাবে চাঞ্চল্যকর সৃষ্টি করে। উক্ত বিষয়ে ঢাকা মহানগরীর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। বিষয়টি র্যাব-৩ এর নজরে আসলে র্যাব-৩ এর গোয়েন্দা টিম কর্তৃক মাঠ পর্যায়ে তাৎক্ষণিকভাবে ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে র্যাব-৮ এর একটি আভিযানিক দলকে তথ্য প্রদান করে।
পরবর্তীতে র্যাব-৩ এর তথ্যর ভিত্তিতে র্যাব-৮ এর একটি আভিযানিক দল বরিশাল বাকেরগঞ্জে অভিযান চালিয়ে প্রধান আসামি ১। মনির (৩০)কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির র্যাবকে জানিয়েছে, নিহত মাইজুদ্দীন চায়ের দোকানে চা ও সিগারেট খাওয়ার জন্য আসলে মাইজুদ্দিনকে উদ্দেশ্য করে মনির গালমন্দ করে। গালমন্দ করার প্রতিবাদ জানালে মনির উত্তেজিত হয়ে দোকানের সামনে স্বজোরে মাথা দিয়ে ভিকটিমের মুখমন্ডলে আঘাতসহ এলোপাতারি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে এবং একপর্যায়ে মাটিতে লুটে পরে। পরবর্তীতে স্থানীয় লোকজন মুগদা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করে।
হত্যাকাণ্ডের বিষয়টি এলাকায় জানাজানি হলে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের নাম প্রকাশিত হলে গ্রেফতারকৃতরা আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে এবং আত্মগোপনে থাকা অবস্থায় র্যাব কর্তৃক গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শহীদ