ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

আগামীতে আমাদের সুদিন আসার সম্ভাবনা আছেঃ আন্দালিব রহমান পার্থ

প্রকাশিত: ২২:৪৮, ৬ এপ্রিল ২০২৫

আগামীতে আমাদের সুদিন আসার সম্ভাবনা আছেঃ আন্দালিব রহমান পার্থ

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হয়ে এই পৃথিবী থেকে যেতে যেন পারি।”

তিনি আরও বলেন, “আমরা রাজনীতিতে অনেক কষ্ট করেছি গত ১৭-২০ বছর। আগামীতে ইনশাআল্লাহ আমাদের একটা সুদিন আসবে—আল্লাহ যদি চান, সম্ভাবনা আছে।”

রবিবার (৬ এপ্রিল) বিকেলে ভোলা শহরের উকিলপাড়ায় নিজ বাসভবনে আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পার্থর পিতা, সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে।

আন্দালিব রহমান পার্থ বলেন, যে ১৭ বছর পরেও আপনারা কষ্ট করে আমার বাবার মৃত্যুবার্ষিকীতে উপস্থিত হয়েছেন—এই ভালোবাসা ও শ্রদ্ধার জন্য আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজকের এই দোয়া মাহফিলে আমি বেশি কিছু বলব না, শুধু কিছু হৃদয়ের কথা বলি।”

তিনি আরও বলেন, “আমার পিতা নাজিউর রহমান মঞ্জুকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। পরে বুঝতে পেরেছি, আল্লাহ মানুষকে ধন, সম্পদ, সম্মান, যশ-খ্যাতি দেন—তবে এগুলোর আসল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণে ব্যবহার করা। আমার বাবা তা-ই করেছেন।”

সূত্রঃ https://youtu.be/OarrWE2cPQA?si=T0ficr5n2k2FCEtg

ইমরান

×