ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

আদালতের নজিরবিহীন আদেশ, আওয়ামী লীগ সমর্থক ৭১ আইনজীবী কারাগারে

প্রকাশিত: ২২:২০, ৬ এপ্রিল ২০২৫

আদালতের নজিরবিহীন আদেশ, আওয়ামী লীগ সমর্থক ৭১ আইনজীবী কারাগারে

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনকে ঘিরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত ৭১ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দেশের বিচার বিভাগের ইতিহাসে একসাথে এত সংখ্যক আইনজীবীকে কারাগারে পাঠানোর ঘটনা নজিরবিহীন বলে অভিহিত করা হচ্ছে। রোববার (ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস) ঢাকার মহানগর দায়রা জজ আদালত দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার আসামির তালিকায় প্রায় ১৫০ জন আইনজীবীর নাম রয়েছে, যাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের সমর্থক বলে পরিচিত। হাইকোর্ট থেকে নেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার আগের দিন অনেকে মহানগর দায়রা জজ আদালতে হাজির হন জামিনের আবেদন জানাতে। শুনানি শেষে আদালত বয়স ও নারী বিবেচনায় কিছু আসামিকে জামিন দিলেও বাকি ৭১ জনের আবেদন নামঞ্জুর করেন।

আদালত আদেশে বলেন, একদল আইনজীবী আরেকদল আইনজীবীর ওপর নির্মমভাবে আক্রমণ চালিয়েছেন, যা পেশাদার আচরণের সম্পূর্ণ বিপরীত। তিনি আরও বলেন, "দেশবাসী ও আইনজীবী সমাজ এমন আচরণ কখনোই কামনা করে না। আশা করি, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।"

রাষ্ট্রপক্ষ আদালতের এ আদেশে সন্তোষ প্রকাশ করলেও, বিবাদীপক্ষ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। জামিন না পাওয়া আইনজীবীদের পক্ষে সিনিয়র আইনজীবীরা জানিয়েছেন, তাঁরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করবেন।

এদিন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু সাঈদ সাগর এবং মামলায় অন্তর্ভুক্ত প্রায় ২৩ জন নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেন আদালত।

আদালত শুনানিকালে স্পষ্টভাবে বলেন, দলীয় রাজনৈতিক পরিচয়কে বিচারাঙ্গনে আনা উচিত নয়। তিনি আইনের রীতিনীতি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, পরিবর্তনের খাতিরে সবাইকে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে।

ভিডিও দেখুন: https://youtu.be/HvGKSml4ExU?si=JfgPOGrnYb_p9lKP

এম.কে.

×