ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

মুক্তিকামী গাজাবাসীর ডাকে সাড়া দিয়ে যে ঘোষণা দিলেন মহিউদ্দিন রনি

প্রকাশিত: ২১:৫২, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৫৫, ৬ এপ্রিল ২০২৫

মুক্তিকামী গাজাবাসীর ডাকে সাড়া দিয়ে যে ঘোষণা দিলেন মহিউদ্দিন রনি

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি মুক্তিকামী গাজাবাসী ভাইবোনদের প্রতি সংহতি প্রকাশ করে দেশের শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ঘোষণা জানিয়েছেন।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন,
"আগামীকাল সারাদেশে একসাথে আমাদের মুক্তিকামী গাজাবাসী ভাইবোনের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা সকল ক্লাস বর্জন করলাম।"

তার এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেক শিক্ষার্থী এই কর্মসূচির প্রতি সমর্থন জানাচ্ছেন। গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে বাংলাদেশের ছাত্রসমাজের এই একাত্মতা আন্তর্জাতিক সংহতির একটি শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, মহিউদ্দিন রনি এর আগেও বিভিন্ন সামাজিক ও মানবিক ইস্যুতে সরব ভূমিকা রেখেছেন এবং তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছেন।

ইমরান

×