
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল সোয়া ৪টার দিকে সদর উপজেলার শালগাঁও (কালিসীমা) এলাকায় তিতাস নদী নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শালগাঁও (কালিসীমা) এলাকায় স্থানীয়রা তিতাস নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৪৫ হবে।
তিনি আরো জানান, 'মৃতদেহটি কয়েক দিন আগের হবে। লাশটি কচুরিপানার মধ্যে ছিলো, শরীরে পচন ধরেছে। নদীর স্রোতে কোথাও থেকে এটি ভেসে আসতে পারে। লাশের নাম পরিচয় জানার চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'
মোঃ সাইফুল ইসলাম/রাকিব