ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

পটুয়াখালীর দুমকিতে বিএনপি কার্যালয়ে হামলার অভিযোগে আ.লীগ নেতা ও কলেজ শিক্ষক আটক

নিজস্ব সংবাদদাতা,পটুয়াখালী

প্রকাশিত: ১৯:৪৫, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৪৬, ৬ এপ্রিল ২০২৫

পটুয়াখালীর দুমকিতে বিএনপি কার্যালয়ে হামলার অভিযোগে আ.লীগ নেতা ও কলেজ শিক্ষক আটক

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো: রেজাউল হক রাজন ও মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক মো: ফরিদ উদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার আঙ্গারিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা রেজাউল হক রাজনকে এবং রবিবার দুপুরে মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজ থেকে ফরিদ আহম্মেদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা পুলিশ সূত্র জানায়, মির্জাগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুর মামলায় আওয়ামী লীগ নেতা রেজাউল হক রাজনকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপর আসামি ফরিদ আহম্মেদ মোল্লাকে দুমকি উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের মামলায় গ্রেফতার করে রবিবার বিকেলে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যা‌জিষ্ট্রেট আদালতে সোপর্দ্দ করা হয়। দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিৎ করেছেন।

ফরিদ মোল্লার পরিবারের দাবি, আজিজ আহমেদ কলেজের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও বিএনপি নেতা জসিম উদ্দিন হাওলাদারের সাথে চলমান তীব্র দ্বন্দের কারণে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ফরিদ মোল্লাকে ফাঁসানো হয়েছে।

মোঃ মোখ‌লেছুর রহমান/মেহেদী হাসান

আরো পড়ুন  

×