
ছবি: সংগৃহীত।
আয়নাঘরে তদন্তে যাওয়া দলের সদস্যদের হত্যা করার উদ্দেশ্যে সেখানে টাইম বোমা বসানো হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রোববার (৬ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি আরও জানান, আয়নাঘরে তদন্ত কার্যক্রম চলাকালীন তিনিও সেখানে উপস্থিত ছিলেন।
চিফ প্রসিকিউটর বলেন, গুম সংক্রান্ত মামলাগুলোর তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তারা এরই মধ্যে তিনটি আয়নাঘরের খোঁজ পেয়ে সেগুলোতে তদন্ত করেছে।
তিনি জানান, একটি সেলের ভেতরে ‘সেমি-ভূগর্ভস্থ’ ঘর পাওয়া গেছে, যা টিএফআই সেলের অংশ। এসব সেল ইটের দেয়াল তুলে বন্ধ করে ফেলা হয়েছিল এবং ভেতরে আবর্জনা ফেলে ঢেকে রাখা হয়েছিল। সেই আবর্জনা সরিয়ে চিহ্নিত করা হয়েছে সম্ভাব্য অপরাধের চিহ্ন।
তাজুল ইসলাম বলেন, “তদন্তের সময় আমরা বুঝতেই পারিনি যে সেখানে বোমা বসানো ছিল। পরে দেখা যায়, সেখানে টাইমার সংযুক্ত বোমা ফিট করা ছিল। বিষয়টি দেখে ধারণা করা যায়, তদন্তে নিয়োজিত কর্মকর্তাদের হত্যার উদ্দেশ্যেই এই বিস্ফোরক বসানো হয়েছিল।”
তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তদন্তে নিযুক্তদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সায়মা ইসলাম