
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের হালুয়াঘাটে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার ১৭ দিন পার হলেও আসামি মুকছিদুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শিশুটির পরিবার। তবে পুলিশ বলছে, মামলার পর থেকে পলাতক মুকছিদুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ উপজেলার পূর্ব ধারা গ্রামের রমজান আলীর ছেলে মুকছিদুলের বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ২০ টাকা দিয়ে দোকান থেকে পান আনতে পাঠালে শিশুটি পান নিয়ে পূর্ব ধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে গেলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে মুকছিদুল। ওই ঘটনার পর থেকে পলাতক রয়েছে মুকছিদুল। পরে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের বলেন, 'আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।'
নাঈম আহমেদ/রাকিব