ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

কলাপাড়ায় চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৮:১৯, ৬ এপ্রিল ২০২৫

কলাপাড়ায় চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসকের অবহেলায় তামান্না বেগম (৩৫) নামের এক পৃসূতির মারা যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় পৌর শহরের কলাপাড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় ঘটনা ঘটে বলে নিহতের স্বজনদের অভিযোগ। মৃত তামান্না কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের রওশন মাতব্বরের স্ত্রী।

রওশন মাতব্বর জানান, তামান্নাকে ওই ক্লিনিকে নেওয়া হলে সন্তান প্রসবের ১৫ দিন বাকি থাকলেও তড়িঘড়ি করে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। প্রয়োজনীয় রক্ত সংগ্রহের কথা না বলেই দায়িত্বরত চিকিৎসক ডা. পার্থ সমাদ্দার ডা. মুনতাহা মারিয়াম মিতু সিজার করেন। কন্যা সন্তানের জন্ম দেন তামান্না। সময় তামান্নার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিক তামান্নাকে তারা বরিশালে রেফার করেন চিকিসক।

রোগীর স্বজনরা তামান্নাকে শঙ্কাজনক অবস্থায় নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ক্লিনিকের লোকজন মোবাইল করে আমতলী চেকআপ করার জন্য বলেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন। তামান্নার স্বজনদের অভিযোগ, রোগী আগেই মারা গেছে। তাই তড়িঘড়ি করে ক্লিনিক থেকে বের করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে কথা বলতে চিকিৎসক পার্থ সমাদ্দারকে একাধিকবার মোবাইল করা হয়েছে। কিন্তু তিনি রিসিভ করেননি। তাই কথা বলা যায়নি। কলাপাড়া থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, সংক্রান্ত কোন অভিযোগ আসেনি, পেলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

মেজবাহউদ্দিন মাননু/মেহেদী হাসান

×