
ছবি: সংগৃহীত
বরিশালের বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের মৃত নুরুদ্দিন বিশ্বাসের পুত্র ব্যবসায়ী মোহসিন বিশ্বাসের কাছে দীর্ঘদিন থেকে চাঁদা দাবি করে আসছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গত ৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামে মহসিন বিশ্বাসের বাড়ির সামনে কৃষকদের ঐ নেতা তার দলবলসহ ব্যবসায়ী মহসিনকে মারধর ও গুলি করে হত্যার হুমকি দেয়। মহসিনের মা ছেলেকে হুমকি দেওয়ার বিষয় প্রতিবাদ করতে গেলে ওই বৃদ্ধা মাকে লাঞ্ছিত করেন কৃষক দলের এই নেতা।
গত ৪ এপ্রিল ( শুক্রবার) ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার হুমকি ও তার বৃদ্ধ মাকে লাঞ্ছিত করার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। রীতিমত অডিও কল রেকর্ডটি ভাইরাল হয়।
এই ঘটনায় ৬ এপ্রিল (রবিবার) মহসিন বিশ্বাস বাদি হয়ে উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ চারজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং - ১৫। এই মামলায় অন্যান্য আসামিরা হলেন ) মোঃ রাসেদুল ইসলাম রুবেল, জাকারিয়া পান্না, আবুল বাসার মোল্লাসহ অজ্ঞাত নামা ২/৩ জন আসামি করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষকদলের আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস বলেন, আমি মহসিন বিশ্বাসের কাছে কোনো চাঁদা চাইনি। সে আমাকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্র করছে।
এ বিষয়ে বরিশাল জেলা কৃষকদলের আহবায়ক মোহসিন আলম জানান, ঘটনাটি আমি জেনেছি। এখন শুনি জাহাঙ্গীর বিশ্বাসের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। তবে বিষয়টি নিয়ে মহসিন বিশ্বাসের সাথে আমার কথা হয়েছিল। যেহেতু দুজনই তারা একই বংশের লোক আমার চিন্তা ভাবনা ছিল দুজনকে একসাথে বসিয়ে মীমাংসা করে দিবো। যেহেতু মামলা হয়েছে বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির কারণে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জিয়াউল হক/মেহেদী হাসান