ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

আট দফা দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস-পরীক্ষা ‌বর্জন, অবস্থান কর্মসূচি পালন‌ ও স্মারকলিপি প্রদান

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১৮:০৮, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:০৯, ৬ এপ্রিল ২০২৫

আট দফা দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস-পরীক্ষা ‌বর্জন, অবস্থান কর্মসূচি পালন‌ ও স্মারকলিপি প্রদান

ছবি: সংগৃহীত

আট দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে। আজ রবিবার বেলা ১১টা ৩০ মিনিটে শহরতলীর গঙ্গাবর্দীতে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে উক্ত কর্মসূচি পালিত হয়।

এরপর অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। এসময় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা বলেন, 'দীর্ঘদিন ধরে আমরা ৮ দফা দাবির বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে আমরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে কর্মসূচি ঘোষণা করেছি। অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।'

শিক্ষার্থীদের আট দফা দাবিসমূহ নিম্নরূপ:

১। ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে।

২। উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে, প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

৩। কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে।

৪। কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই এর অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে।

৫। সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে।

৬। ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারী চাকরির ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে।

৭। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি ভাতা দিতে হবে।

৮। উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

নিপু/রাকিব

×