ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

দাউদকান্দিতে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ১৭:৫৯, ৬ এপ্রিল ২০২৫

দাউদকান্দিতে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে এবার ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে আলী আকবর ওরফে কালা (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

রবিবার (৬ এপ্রিল) মামলা দায়েরের পর গ্রেফতারকৃত বৃদ্ধকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত গৌরীপুর তদন্ত ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভিকতলা এলাকা থেকে ধর্ষণের চেষ্টা করা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী।

ভুক্তভোগী শিশুটির পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভিকতলা মিজি বাড়িতে নিজ বসতঘরে প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত বৃদ্ধ। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্ষণের চেষ্টা করা বৃদ্ধ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। পরে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে স্থানীয়রা।

গ্রেফতারকৃত আসামি আলী আকবর ওরফে কালা (৬৫) ভিকতলা গ্রামের মিজি মৃত কলিম উদ্দিনের ছেলে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, 'শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে ধর্ষণচেষ্টার এজহারনামীয় একমাত্র আসামি আলী আকবর ওরফে কালাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণচেষ্টার অভিযোগ দিলে, তা আমলে নিয়ে তথ্য উপাত্তের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পাওয়ায় একটি মামলা রুজু করা হয়েছে।'

শামীম রায়হান/রাকিব

×