ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সাতক্ষীরায় ভেজাল দুধ তৈরি সিন্ডিকেটের সদস্য সংখ্যা ৩০, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

প্রকাশিত: ১৭:২৩, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:২৫, ৬ এপ্রিল ২০২৫

সাতক্ষীরায় ভেজাল দুধ তৈরি সিন্ডিকেটের সদস্য সংখ্যা ৩০, গ্রেফতার ২

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় ভেজাল দুধ তৈরী সিন্ডিকেটের ৩০ জনের মধ্যে ২ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভেজাল দুধ তৈরির কারখানায় ভেজাল দুধ ও ঘি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোমল ঘোষ (৩৮) ও দিলীপ ঘোষ (৪৩) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা দুজনই সদর উপজেলার হাবাসপুর গ্রামের বাসিন্দা। রবিবার দুপুর ১২টায় জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এর আগে শনিবার রাতে  জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এসআই (নিঃ) কাবেল আহমেদের নেতৃত্বে সাতক্ষীরা সদর উপজেলার হাবাসপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে একটি পুরাতন গোয়ালঘরে গড়ে তোলা ভেজাল দুধ তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া যায়।

অভিযানকালে ওই কারখানা থেকে ২৬০ লিটার ভেজাল দুধ, ২০ লিটার ভেজাল ঘি, ১ ড্রাম ভেজাল ক্রিম, ১২ লিটার সয়াবিন তেল, সোডা ও কাস্টিকসহ ভেজাল তৈরির বিভিন্ন উপকরণ এবং একটি ব্লেন্ডার মেশিন, ওজন মেশিন ও দুধ মেশানোর যন্ত্র জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে  কোমল ঘোষ ও দিলীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভেজাল দুধ ও ঘি তৈরি করে স্থানীয় বাজার ছাড়াও মিল্ক ভিটা ও ব্র্যাকের মতো প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছিল। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিদের  দেওয়া স্বীকারোক্তিতে হাবারপুর, ফিংড়ী ও আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের প্রায় ৩০-৩৫ জন ব্যক্তি এই চক্রে জড়িত।  ইতোমধ্যে এদের শনাক্ত করে নজরদারি বাড়িয়েছি।

এই ঘটনায় সাতক্ষীরা থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫-সি ধারায় মামলা দায়ের করা হয়েছে।  প্রেস ব্রিফিংয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজামউদ্দিন মোল্লাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

                                                       

মিজানুর রহমান/মেহেদী হাসান

×