ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মো ইমারত হোসেন, কালিয়াকৈর, গাজীপুর

প্রকাশিত: ১৬:৪৫, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:৪৬, ৬ এপ্রিল ২০২৫

কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরের চাপাইর ঘাট এলাকায় তুরাগ নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (আনুমানিক ৬০ বছর) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চাপাইর ঘাটে তুরাগ নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে নদী থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছে।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যুবায়ের আহমেদ জানান, 'এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এটা হত্যাকাণ্ড কিনা বা মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।'

রাকিব

×