
ছবি: সংগৃহীত
মাদারীপুরের ডাসারে পাকা ও টিনের তৈরি প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। আজ রবিবার সকালে এস্কেভেটর মেশিন দিয়ে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের সানমন্দি বাজার থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় বাজার পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জানা গেছে, উপজেলার গুরুত্বপূর্ণ বরিশাল খাল ও সড়কের পাশের অংশ দখল করে ওই এলাকার মো. সাহাবদ্দিন হাওলাদার, কামাল আকন, মজিবর মাতুব্বর, নাসির হাওলাদার, নজরুল হাওলাদার, সবুজ হাওলাদার, খোকোনা আকন, লিয়াকত আকন, শ্যামল দাস, হাবিব আকন, টুটল আকন, স্বপন রায়, শিপন হালদার, জাহিদ হাওলাদার, আতাউর বেপারী, কবির মুন্সী, নাসির মুন্সী, একিম হাওলাদার, সেলিম বেপারী, সালাম শিকদার, সলেমান মৃধা ও মালেক হাওলাদারসহ বেশ কিছু প্রভাবশালী মিলে দীর্ঘদিন ধরে পাকা ও টিন দিয়ে প্রায় শতাধিক দোকানঘর নির্মাণ করেন।
আজ জেলা প্রশাসকের নির্দেশনায় ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীনের নেতৃত্বে ডাসার থানা পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এদিকে একই সময় বালিগ্রামের ধূয়াসার নামকস্থানে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির একটি করখানা গুঁড়িয়ে দেয় প্রশাসন। অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, সরকারি খাল ও সড়কের পাসের অংশ দখল করে অবৈধভাবে নির্মাণ করা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়েছে এবং একই সময় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির একটি করখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে।
মো. জাফরুল হাসান/রাকিব