ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, চাটমোহর (পাবনা)

প্রকাশিত: ১৫:৫০, ৬ এপ্রিল ২০২৫

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় হোসেন আলী কালু (১৬) নামের এক অটোভ্যান চালক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার পৌর সদর ছোট শালিখা মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে।

রবিবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে চাটমোহর-পাবনা মহাসড়ক নতুন বাজার জার্দিস মোড় এলাকার ব্রিজের পাশে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ইসমাইল হোসেন নামে আরো এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত হোসেন আলী কালুসহ জন একটি অটোভ্যান নিয়ে ব্রিজ পার হচ্ছিল। হঠাৎ ব্রিজের ঢালে এসে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় অটোভ্যানের ব্রেকলিবার হোসেন আলী কালুর মাথার পাশে বিঁধে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত ইসমাইলকে উদ্ধার করে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার দূর্ঘটনা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

রফিকুল ইসলাম রনি/মেহেদী হাসান

আরো পড়ুন  

×