
ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সময়ে সরকারি কর্মকর্তাদের পদোন্নতির জন্য রঙিন ছবি জমা না দেওয়ার ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রবিবার (৬ এপ্রিল) মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সিস্টেম (জিইএমএস)-এ পারসোনাল ডাটা শিট (পিডিএস) হালনাগাদ করার সময় কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ ছয় মাস পুরনো রঙিন ছবি সংযুক্ত করতে হবে। এছাড়াও তাদের অন্যান্য ব্যক্তিগত তথ্য জরুরিভাবে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যারা এই নির্দেশনা অনুসরণ করে জিইএমএস-এ তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে না।
শিহাব