ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

জুলাই-আগস্টে গণহত্যায় সাবেক এসি তানজিল ও ওসি আবুল হাসান ট্রাইব্যুনালে

প্রকাশিত: ১৪:১৪, ৬ এপ্রিল ২০২৫

জুলাই-আগস্টে গণহত্যায় সাবেক এসি তানজিল ও ওসি আবুল হাসান ট্রাইব্যুনালে

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে গণহত্যার মামলায় ঢাকার ওয়ারী জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

প্রসিকিউশনের পক্ষে বিএম সুলতান মাহমুদ দুই মাস সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। একইসঙ্গে বিভিন্ন ডকুমেন্টস জব্দের বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম দুটি আবেদন করলে তা মঞ্জুর করে ট্রাইব্যুনাল।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০ জুলাই কারফিউ জারি করা হয়। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ জারি ছিলো। ঐ সময় তায়িম তার বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ী কাজলা এলাকায় যান। তখন তাদের উপর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি করা হয়।

সূত্র: https://www.youtube.com/watch?v=KPxnSnN0ke4 

আবীর

×