ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

মুকসুদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন ইউএনও

শরিফুল রোমান,মুকসুদপুর,গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩:৫৩, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৫২, ৬ এপ্রিল ২০২৫

মুকসুদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন ইউএনও

ছবি: সংগৃহীত

মুকসুদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম আক্তার। তিনি বলেন- খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ। মুকসুদপুরের প্রাইমারি স্কুলের মেয়েরা বিভাগীয় পর্যায় চ্যাম্পিয়ন হয়েছে।  খেলোয়াড়দের উদ্দেশ্যে কিরে আরো বলেন তোমরা আমাদের জাতির ভবিষ্যৎ। তোমরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। তোমরা খেলাধুলায় মনোনিবেশ করবে। পাশাপাশি তোমরা ঠিক মতো লেখাপড়া করবে। আমরা সরকারি পর্যায়ে যতদূর সম্ভব তোমাদের সহযোগিতা করবো।

রবিবার (৬ এপ্রিল )সকালে মুকসুদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ক্রীড়া সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ থেকে একটি রেলি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

শরিফুল রোমান/মেহেদী হাসান

×