ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

বান্দরবানের রুমায় ৮০ লাখ টাকার আফিমসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ১৩:৩৮, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:৪০, ৬ এপ্রিল ২০২৫

বান্দরবানের রুমায় ৮০ লাখ টাকার আফিমসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: গ্রেপ্তারকৃত মাদক কারবারি  গ্রীরেন্দ্র ত্রিপুরা (৩৮), ও শক্তি ত্রিমথি ত্রিপুরা (৪৫)

বান্দরবানে রুমায় অভিযান চালিয়ে ৮'শ গ্রাম নিষিদ্ধ আফিমসহ পাহাড়ি দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার বাজার মূল্যে ৮০ লাখ টাকা বলে জানা গেছে। শনিবার (৫ এপ্রিল) রাতে রুমা থানাপাড়া সেগুন বাগান এলাকায় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গ্রীরেন্দ্র ত্রিপুরা (৩৮), সে রেমাক্রী প্রাংসা ইউনিয়নে ম্রংখ্যয়ং পাড়া মৃত: বদলা ত্রিপুরার ছেলে, অপরজন রুমা সদর ইউনিয়নে সালেম পাড়ার বাসিন্দা শক্তি ত্রিমথি ত্রিপুরা (৪৫)।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, নিষিদ্ধ আফিম নিয়ে পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনী। এ অভিযানে সেগুন বাগান এলাকায় যোসেফ ত্রিপুরার বাড়িতে তল্লাশি চালালে ৮শত গ্রাম আফিমসহ গ্রীরেন্দ্র ত্রিপুরা ও ত্রিমথি ত্রিপুরা নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। আফিমগুলোর বাজারের মূল্য ৮০ লাখ টাকা বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, শনিবার রাতে রুমা থানাপাড়া সেগুন বাগান এলাকার যোসেফ ত্রিপুরার বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রপ্তারকৃত দুইজনকে রবিবার সকালে বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মোহাম্মদ আবদুর র‌হিম/মেহেদী হাসান

আরো পড়ুন  

×