ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

হাট-বাজারের মানোন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি’র মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, লালমোহন (ভোলা)

প্রকাশিত: ১৩:২১, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:২৩, ৬ এপ্রিল ২০২৫

হাট-বাজারের মানোন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি’র মতবিনিময়

লালমোহনের মঙ্গলসিকদার বাজারে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল।

ভোলার লালমোহন উপজেলায় হাট-বাজারের মানোন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯ টায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির আয়োজনে ওই ইউনিয়নের কয়েকটি বাজারের ব্যবসায়ীদের নিয়ে মঙ্গলসিকদার বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল।

এ সময় তিনি বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই। দলীয় পরিচয়ে কেউ ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে চাইলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের নেতা সাবেক মন্ত্রী ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদও (বীরবিক্রম) সন্ত্রাসী-চাঁদাবাজি পছন্দ করেন না। তিনি সন্ত্রাসী-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

শফিকুল ইসলাম বাবুল আরও বলেন, বিএনপি দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করে। বিএনপির আমলেই দেশের মানুষ সবচেয়ে বেশি সুখে, শান্তিতে ও নিরাপদে থাকেন। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি মো. ইউসুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্লাহ হাওলাদার, ফয়সাল তালুকদার, পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. নিরব হোসেন হাওলাদার, উপজেলা জাসাসের সভাপতি মো. আজাদুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

জাহিদ দুলাল/মেহেদী হাসান

আরো পড়ুন  

×