ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

কলাপাড়ায় নদীতে ধরা পড়ল ১২ কেজি ওজনের কোরাল মাছ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৩:০৫, ৬ এপ্রিল ২০২৫

কলাপাড়ায় নদীতে ধরা পড়ল ১২ কেজি ওজনের কোরাল মাছ

ছবি: সংগৃহীত

কলাপাড়ায় সোনাতলা নদীতে জেলে নুরুল ইসলামের জালে ১২ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। শনিবার রাতে মাছটি ধরা পড়লে স্থানীয়রা দেখতে ভিড় করেন। মাছটি ১১ হাজার ১৫০ টাকায় বিক্রি করা হয়েছে।

নুরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো নদীতে  জাল ফেলেছেন তিনি। জাল টানতে গিয়ে ভারি কিছু আটকে গেছে বলে মনে হয়েছে, পরে বড় সাইজের কোরাল মাছটি দেখতে পান। তার দাবি, সচরাচর এই নদীতে এতা বড় সাইজের কোরাল মাছ পাওয়া যায় না। তার ভাষ্য, দাম বেশিতে বিক্রি করতে পারেননি। মৎস্য ব্যবসায়ীরা জানান, এই সাইজের মাছ ১২-১৫ টাকা কেজি দরে শহরের বাজারে অহরহ বিক্রি হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, কোরাল আসলেই দামি মাছ। উচ্চমূল্যের সামুদ্রিক মাছ। সহসা নদীতে বড় সাইজের মাছ ধরা পড়ে না। এটি সত্যিই ব্যতিক্রম ঘটনা।

মেজবাহউদ্দিন মাননু/মেহেদী হাসান

আরো পড়ুন  

×