
ছবি: সংগৃহীত
এবার যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে মিথ্যাচার করার অভিযোগ উঠেছে। বাংলাদেশে নিজের নামে থাকা ফ্ল্যাট নিয়ে মূলত এমন কাজ করেছেন তিনি।
শনিবার এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। ওই প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টার রেজিস্টারে এমপিদের সম্পর্কে থাকা তথ্যানুযায়ী ২০১৫ সালের জুন পর্যন্ত এই সম্পদটি পরিবারের সদস্যদের সঙ্গে টিউলিপের যৌথ মালিকানাধীন ছিল। এরপরের মাসে এটি হস্তান্তর করে দেন তিনি। তবে গেল সপ্তাহে ঢাকা সাব রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান করে ডেইলি মেইল জানতে পারছে এখনো ফ্ল্যাটটির মালিক টিউলিপ।
ফ্ল্যাটটির প্রকৃত মালিক কে তা নিয়ে এখন সিদ্ধান্ত নেবে বাংলাদেশের আদালত।
সূত্র: https://www.youtube.com/watch?v=a4xBP1HfVBY
আবীর