ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ড. ইউনূসকে আগামী পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই: মুফতি কাজী ইব্রাহিম

প্রকাশিত: ১০:৪৪, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:৪৭, ৬ এপ্রিল ২০২৫

ড. ইউনূসকে আগামী পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই: মুফতি কাজী ইব্রাহিম

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিম সম্প্রতি এক ধর্মীয় অনুষ্ঠানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের নির্বাচন প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, “এই সরকার আমাদের সরকার। তারা যতদিন থাকতে চায়, থাকুক। এখন কোনো নির্বাচন নয়।”

তিনি আরও বলেন, “ভারত যদি নির্বাচন চায়, আমরা বলবো—দেয়ার ইজ নো ইলেকশান! আমাদের ইউনূস সাহেব সরকার আছেন, আমরা এখন মুরুব্বিদের সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ। চার-পাঁচ বছর যাক, তারপর দেখা যাবে।”

মুফতি কাজী ইব্রাহিম ভারতকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন—“ভারতের এত আগ্রহ কেন আমাদের নির্বাচন নিয়ে?” তিনি স্পষ্ট করে বলেন, “ভারত যা বলবে, আমরা তার উল্টোটা করবো। তারা যে নির্বাচনের নামে গত তিন নির্বাচনে যা করেছে, এখনো সেই একই কাজ করবে। তাই এখন নির্বাচন নয়।”

বর্তমান প্রেক্ষাপটে দেশের অগ্রাধিকার কী হওয়া উচিত, সে প্রসঙ্গে তিনি বলেন, “আগে দেশে সংস্কার হবে, দেশ ঠিক হবে, দুষ্টদের (ডেভিল) চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। তখনই জনগণ বিশ্বস্ত, দক্ষ, ঈমানদার ও খালিস (মোখলেস) নেতাদের পাবে, তখন নির্বাচন হবে এবং জনগণ ভোট দেবে।”

তিনি এ সময় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “এখন নির্বাচন নয়, বরং সময় হচ্ছে দেশকে শুদ্ধ করার, সঠিক পথে পরিচালিত করার।”


সূত্র: https://youtu.be/CP-Hr77d4po?si=PLk0dkt69qMT1Zqa

আবীর

×