
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি, এসইউএফ মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন। আজ ০৬ এপ্রিল ২০২৫ (রবিবার) ভোর ৩:৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, আজ বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড ইউএইচএস মাঠে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
সূত্র:https://tinyurl.com/5f7yh9ra
আফরোজা