ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

‘প্রধান উপদেষ্টা শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলবেন’

প্রকাশিত: ০৯:৩২, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ০৯:৩৫, ৬ এপ্রিল ২০২৫

‘প্রধান উপদেষ্টা শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলবেন’

ছবি: সংগৃহীত

বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বর্ধিত হারে আরোপ করা শুল্কের বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেই আলোচনা করবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন । যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না বলেও মনে করেন তিনি। এছাড়া আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ও করণীয় ঠিক করতে শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জরুরি বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নেন অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ। প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সরকারি বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাও।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে দেশটির সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেই আলোচনা করবেন। তিনি বলেন, "প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। আমাদের ধারণা এতে আমরা ক্ষতিগ্রস্ত হব না। কারণ আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম, চায়না, কম্বোলিয়া যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানে থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাইড।"

এছাড়া বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি। "শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে, যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি। যেই আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি", তিনি যোগ করেন।

 

 

সূত্র: https://www.youtube.com/watch?v=6nRVTdIiNLQ

আবীর

×