ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

হাসিনার ম্যাসাকার দেখে ফ্যাসিবাদ উৎখাত জনমত গড়ে উঠেছিল: আসিফ মাহমুদ

প্রকাশিত: ০৫:২১, ৬ এপ্রিল ২০২৫

হাসিনার ম্যাসাকার দেখে ফ্যাসিবাদ উৎখাত জনমত গড়ে উঠেছিল: আসিফ মাহমুদ

ছবিঃ সংগৃহীত

হাসিনার ম্যাসাকার দেখে ফ্যাসিবাদ উৎখাত জনমত গড়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। একটি বেসরকারি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের সম্পূর্ণ ক্রেডিট বাংলাদেশের জনগণের। প্রথম দফায় ক্র‍্যাকডাউনের পরে সবাই আশাহত হয়ে যাচ্ছিল, আমরা দেখেছিলাম শেখ হাসিনা মায়াকান্না করছিলেন মেট্রোরেলে গিয়ে। অথচ কত মানুষ মারা গেল সেই নিয়ে তার কোন অনুশোচনা ছিল না। আর এই আন্দোলনকে একটা মব হিসেবে বিশ্বব্যাপী এস্টাব্লিশড করার চেষ্টা করছিল সে। এমনকি আমাদের গণমাধ্যমগুলোও প্রকৃত চিত্র তুলে ধরতে পারে নাই বিভিন্ন অদৃশ্য চাপের কারণে। সেই পরিস্থিতিতে আমরা গুম থেকে ফিরে এসে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম, ওই সময় আমরা বাইরে যারা আছে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছিলাম কিন্ত তখন আবার আমাদের ডিবি হেফাজতে নিয়ে নেয়া হয়।

আসিফ আরো বলেন, ইন্টারনেট বন্ধ রেখে যেভাবে ছাত্রদের হত্যা করা হয়েছিল এগুলো নিয়ে তখন সবাই প্রতিবাদে ফেটে পরে। মানুষ যখন বুঝতে পারে শেখ হাসিনা কী পরিমাণ ম্যাসাকার ঘটিয়েছে তখনই মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত জনমত গড়ে উঠেছিল ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য।

এই উপদেষ্টা বলেন, ডিবি থেকে চাপ দিয়ে আমাদের ভিডিও করে আন্দোলন প্রত্যাহার করালেও জনগণ তা মেনে নেয়নি। আমাদের যখন মুক্তি হলো ১ আগস্ট, আমরা বের হয়ে দেখলাম এক ধরনের জনমত তৈরি হয়ে গিয়েছে। এরপর শুধু সামনে এগিয়ে নিতে হবে। মানুষ অপেক্ষা করছে কখন আমরা চুড়ান্ত ডাক দিব।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1Bdy7R77tz/

রিফাত

আরো পড়ুন  

×