ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকভাবে খ্যাতি থাকলেও আমেরিকার কাছে কিছুটা সমস্যা আছে: হাবিবুর রহমান

প্রকাশিত: ০৪:৫৭, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ০৪:৫৮, ৬ এপ্রিল ২০২৫

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকভাবে খ্যাতি থাকলেও আমেরিকার কাছে কিছুটা সমস্যা আছে: হাবিবুর রহমান

ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকভাবে খ্যাতি থাকলেও আমেরিকার কাছে কিছুটা সমস্যা আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বেসরকারি গণমাধ্যমের একটি টকশোতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে বিগত যে সরকার ছিল, তারা গণতন্ত্রের লেবাসে স্বৈরাচার ছিল। একতরফা ভাবে নির্বাচন করে তাদের দেশকে ধ্বংসের কাছে নিয়ে গেছিল। আমাদের তো রপ্তানি সবচেয়ে বেশি হয় গার্মেন্টস শিল্প থেকে, সেখানে আমাদের উপর এখন যেহেতু ৩৭% শুল্ক আরোপ করা হয়েছে, আমাদের বিপদে পড়তে হবে এখন। এখন এমনিও বৈশ্বিক প্রতিযোগিতা বেশি কিন্ত আমাদের অপশনও কম। মার্কিন প্রশাসন তাদের নিজেদের সিদ্ধান্ত নিয়েছে। এটা আমরা বললে চেঞ্জ হবে বলাটা বিশ্বাসযোগ্য না। গণতান্ত্রিক সরকার থাকলে হয়তো বুঝানো সক্ষম হতো তাদের, কিন্ত আমাদের প্রধান উপদেষ্টার সাথে তো এই বাইডেন প্রশাসনের ভালো সম্পর্ক ছিল, এই প্রশাসনের সাথে সেটা নেই। 

তিনি আরো বলেন, গাজায় যে নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে এটা তো মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ মদদ ছাড়া সম্ভব না। যেখানে পৃথিবীর বেশিরভাগ দেশ নিন্দা জানাচ্ছে সেখানে তারা সরাসরি মদদ দিচ্ছে।

 

সূত্রঃ https://youtu.be/UMA6COPaNxc?si=xo8guG2yAe1mUcob

রিফাত

আরো পড়ুন  

×