ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

যারা আন্দোলন করেছেন তাদের ভেতর যেন ভুল বোঝাবুঝি না হয়: আবরার ফাহাদের বাবা

প্রকাশিত: ০০:৩৩, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:৩৪, ৬ এপ্রিল ২০২৫

যারা আন্দোলন করেছেন তাদের ভেতর যেন ভুল বোঝাবুঝি না হয়: আবরার ফাহাদের বাবা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেছেন, “যারা আন্দোলন করেছেন, তাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। সবাইকে সচেতনভাবে, বুঝে-শুনে চলতে হবে এবং দেখতে হবে কে আমাদের উজ্জীবিত করেছে, কে আমাদের উৎসাহ দিয়েছে।”

শনিবার (৬ এপ্রিল) এক বক্তব্যে তিনি বলেন, “আমি সর্বপ্রথম শ্রদ্ধা জানাচ্ছি জুলাই-আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের সে সময়ের আন্দোলনের মূল লক্ষ্য ছিল যেন কোনো বৈষম্য না থাকে। আমরা বৈষম্যের প্রতিবাদেই আন্দোলন শুরু করেছিলাম।”

তিনি আরও বলেন, “আন্দোলন এখন অনেকটাই সফল হয়েছে। অনেকে আমাদের সন্তানদের মতো করে আন্দোলনকারীদের স্বাগত জানিয়েছেন, সম্মান জানিয়েছেন। এই সফলতা ধরে রাখতে হবে। যেন কেউ এই আন্দোলনকে বিকৃত করতে না পারে বা নস্যাৎ করতে না পারে—সেদিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।”

বরকত উল্লাহ সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “আমরা যেন একচেতনায়, ঐক্যবদ্ধভাবে চলতে পারি। কেউ যেন বিভ্রান্ত না হয়। আন্দোলনের মধ্যকার নেতাদের মধ্যে যেন ভুল বোঝাবুঝি না হয়—এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে এ সফলতাকে ধরে রাখবো।”

ভিডিও দেখুন: https://youtu.be/pNYwMfGTrP0?si=ffB8lYl33d-6yUc0

এম.কে.

×